Chaite paro-2 (2008) | চাইতে পারো-২ (২০০৮) by Aurthohin | অর্থহীন

চাইতে পারো আবার সেই জোছনা
ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারাটা
চাইতে পারো সারারাত আর সারাদিন
হবে না যে কখনো আর লোডশেডিং।

চাইতে পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোয়ার স্বপ্ন দেখতে
চাইতে পারো শুনতে নতুন এক গান
করব না যেখানে তোমায় আর অপমান।

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত,
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!

চাইতে পারো তুমি জি-সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং আলবাম ছাড়তে
চাইতে পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে।

চাইতে পারো তুমি হয়ে যেতে আজকে
এফ.এম চ্যানেলের হিট কোন আরজে(Rj)
চাইতে পারো নতুন এক ডিও স্প্রে
মনের দূর্গন্ধটা দূর করতে।

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!

এক মুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত
কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি।

তোমার জন্য নয় আমার কোন কিছুই,
বলেছিলাম অনেক আগে ভুলে গেছ কি!

কন্ঠঃ সুমন

অ্যালবামঃ অসমাপ্ত -১

Advertisements

Chaite Paro-1 (2003) | চাইতে পারো-১ (২০০৩) by Aurthohin | অর্থহীন

চাইতে পারো জোছনা কুয়াশা ঢাকা
চাইতে পারো ঘরের সিলিংয়ে সন্ধ্যাতারা
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

চাইতে পারো আমার নেটের পাসওয়ার্ড
চাইতে পারো শীতের রাতে আমার সোয়েটার
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবা স্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

চাইতে পারো আমার লেখা সবগুলো গান
চাইতে পারো ওয়ানডে ম্যাচে সাড়ে চারশ রান
একমুঠো গোলাপ আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই

যত খুশি ভাবো তুমি দিবাস্বপ্ন দেখো
পাবে না তুমি কোন কিছুই মোর কাছ থেকে
মিষ্টি হাসি অথবা কান্না দেখাও যতই
তোমার জন্য নয় আমার কোন কিছুই।।

শিরোনামঃ চাইতে পারো
কন্ঠঃ সুমন
অ্যালবামঃ ধ্রুবক
ব্যান্ডঃ অর্থহীন

Vabchi Boshe | ভাবছি বসে by Aurthohin | অর্থহীন

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
জোছনাটা উঠলে পরে গান গাবো না যখন তখন
বুকের মাঝে ঝাপটে ধরে থাকা আমার সুরগুলো
বের না হয়ে ক্লান্ত হবে, বলবে তুমি কোথায় গেলে

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
দেখবে না আর তুমি আমায় গানের আসর জমবে যখন
সুরের খাতায় লিখবো না আর আমার মনের দুঃখ সুখ
আমার সব গানগুলো গাইবে হয়তো অন্যমুখ

গাইবো শুধু গান আমি মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো আমার এই গান স্বপনে

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
গানের খাতায় জমবে ধুলো সব কিছু যে অন্যরকম
নতুন কথা নতুন গান অবহেলায় উলটপালট
মধ্যরাতের কফির কাপে ছুটবে না আর শব্দজট

ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
অ্যাকুস্টিকের ছয়টি তারে বসবে না আর আমার এই মন
হবে আমার প্রতিদিনই নতুন নতুন মনের অসুখ
নিজেকে আর চিনবো না যে দেখবো যখন আয়নায় মুখ

গাইবো শুধু গান আমি মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো আমার এই গান স্বপনে

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)

তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে।

Jodi Kono Din | যদি কোন দিন by Aurthohin | অর্থহীন

যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে
আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,
যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে
আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আকশে তারা হয়ে দেব তোমায় আলো
যখন চারিদিক অমাবস্যায় কালো,
যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল
মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কোন এক সকালে কোন দূরদেশে
তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।

আসবো ফিরে তোমার কাছে,
চোখের ঐ জল মুছে দিতে

নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে
তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,
কেউ জানবে না যে ঘুমন্ত শহরে
তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।

আসবো ফিরে তোমার কাছে
চোখের ঐ জল মুছে দিতে…

কন্ঠঃসুমন

অ্যালবামঃ অসমাপ্ত -১

আমার প্রতিচ্ছবি | Amar Proticchobi by অর্থহীন | Aurthohin

মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমার পাশে পাশে

মনটা খারাপ করে যখন তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটুক্ষন
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন

রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীলাকাশ

দুপুর বেলায় কবিতার বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি গানের মত করে

ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙ্গে যখন
বাগানটাতে হাটার সময় আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায় তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি

রাতের আকাশ ভরা তারা হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীলাকাশ
নীলাকাশ…