Bristir Gaan | বৃষ্টির গান Lyrics

বর্ষন বহে ভেজা ভেজা পায়ে
আজ শ্রাবণ দিনে নামে
মেঘের ঘনঘটা
চেনা সুর গেয়ে যায়
ভেজা ভেজা পা’টা

শুষ্ক দহনে ঘুম মেঘের জলচ্ছটা
তুমুল ছন্দবানে
তাপক্ষরা জয়গানে প্রাণের জেগে ওঠা
ঝড় ঝড় ঝরেরে তারে মনে পড়ে

কদম অথৈ ছুঁইয়ে ঘরভুলো হাঁটা
ভেজা চুল জড়সড়
এখনি বেরিয়ে পড়
হও বৃষ্টি করুণা মাখা…

Advertisements

Jadur ShohorIজাদুর শহর Lyrics

কবি হাসে, টাকা ভাসে
গঙ্গাবুড়ির শহরে
আসমান তুই কাঁদিস কেন
অট্টালিকার পাহাড়ে
মিছে হাসি, মিছে কান্না
পথে পথের আড়ালে
গ্রিন সিগনাল, রেড ওয়াইন
দেওয়ালে, দেওয়ালে

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে

নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে
গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ বিবাগী জনমত

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে

জাদুকর হেটে যায় খুব উচ্ছন্নে
হুইসেল, পটাকা রামভোর হন্নে
ললনার ছলনা শহরের বুকে চির
রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে…