Mitther Agrashon | মিথ্যের আগ্রাসন lyrics / লিরিক্স by Powersurge | পাওয়ারসার্জ

রক্তলাল ঐ সূর্যটা আজ নিস্প্রাণ
প্রতিটি প্রতিটি ইট ইট প্রাচীরের
গড়েছে সেই অসহায়ের দল
কেঁদে উঠে তারা আর্তচিৎকারে

মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই

অবরূদ্ধ কারাগারে বন্দী আজ
সমাধী…সমাধী…
আহত মানুষের রক্তাক্ত বন্ধন
খুঁজে ফিরে রক্তের পিপাসায়

মিথ্যের মায়াজালে আটকে পড়ে আমি আজ
বিক্ষত শূণ্যতা ছাড়া আমার কিছু নেই
ওরা আমার রক্ত নিয়েছে
বিনিময়ে হাতে শিকল দিয়েছে
রক্তের বিনিময়ে হোক আমার ওদের চাই

সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা

অতৃপ্ত বলিষ্ঠের দল
সব ধ্বংস আর নস্টের মূল
তৃষ্ণার্তের আজ হাহাকারে
খুঁজে যাবে এক অচেনা স্বপ্ন

মৃত্যুর কালে জানবে মানুষ
নিঃস্ব তারা ছিল পৃথিবীতে
রক্তাক্ত উল্লাসে মেতে উঠে
তারা গনতন্ত্রের স্রষ্টা

বুটের তলায় পিষ্ট মানবতা
কেঁদে উঠে আর্তচিৎকারে
বেড়ে উঠে কিছু অপ্রিয় সত্য কারাগারে

সব আঁধার শেষে বিষন্ন চাঁদের আলো
তোমার দরজায় কড়া নাড়ে
সীমাহীন কাতরতায় পড়ে আছে
মুমূর্ষু মানবতা

Oporanho | অপরাহ্ন lyrics / লিরিক্স by Icons | আইকন্স

এই মনে আজো পড়ে থাকি আমি
অনন্ত ডুবে যাই হতাশায়
তুমি রয়ে যাও স্বর্গদ্বারে আমার অপেক্ষায়…

শূন্য চোখে তোমায় দেখা
এখনো এখানে দাঁড়িয়ে একা
বহুদিন পরে তুমি ভুলে গেছো আমার স্বত্তা…

কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যায়
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের
নীল কারুকাজ অন্তরে…

পথের গন্তব্য কি জানতে চেয়েছি
একা একা আলোর পথে হাটা
আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই…

কতবার ভেবে গেছি আমি
পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থাকো ঘুমের ভেতর
আমায় আড়াল করে
ভেঙ্গে পড়ে আকাশের
নীল কারুকাজ অন্তরে…

Neshar Bojha | নেশার বোঝা lyrics / লিরিক্স by Popeye | পপেই

স্বপ্ন দেখা খোলা চোখে
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা

আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে, হাহাকার দেখি
লাগে ভয়, যেন আমার
দেখা হল না আলো, সুধাই অন্ধকার …

কেউ বুঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো
বাস্তবতা মিথ্যে ততো…

তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি…

ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার…

হেটে যাই, আমি খুজতে কিছু
আমি আজো জানিনা কিসেরই পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় না তো বিদায়, দেয় নাতো বিদায়…

আমি মিথ্যে বলেছি কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত বদলে যাবে এই জীবন শেষে …

আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না, এই নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা …

নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা ….

Tumi Ar Nei She Tumi | তুমি আর নেই সে তুমি lyrics / লিরিক্স by Sachin Dev Barman | শচীন দেব বর্মণ

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে (২)

হাসো না হাসো না সে হাসি মধুময়
হাসো না…
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার সাপেরও বেনী দোলে না
দোলে না হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে (২)

গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন…
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি।

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি।

Vul Jonmo | ভুল জন্ম lyrics / লিরিক্স by Artcell | আর্টসেল

আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো
সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি।

আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো
সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি।

তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোনো দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়…

স্বপ্নমঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা
সময় বদলায় বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব…

ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো, পরিবর্তন বাস্তবতার।

চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মতো তীব্র ভালোবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুলজন্মে আমার অসাড়তা।