Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Vul Jonmo | ভুল জন্ম lyrics / লিরিক্স by Artcell | আর্টসেল

আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো
সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি।

আমি জন্মাতে দেখেছি জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পারে হয়তো সময় ভুল ছিলো
সময়ের ভুলে জীবনমঞ্চে অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা ক্রমশ নষ্ট হচ্ছি আমি।

তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোনো দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়…

স্বপ্নমঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা
সময় বদলায় বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব…

ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়, নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখো, পরিবর্তন বাস্তবতার।

চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মতো তীব্র ভালোবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুলজন্মে আমার অসাড়তা।

এই বিদায়ে | Ei Bidaye by আর্টসেল | Artcell

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

নিয়ত স্মরণের বেড়াজালে
অধীর অপেক্ষার শেষে
প্রয়াত আগামীর স্মৃতি ঘুরে
বিদায় আসবে অবশেষে

তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে
আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে

তুমি নীল শব্দ শুনে নির্জনে ধূসর ধুলো জমা সময়ে
নিহিত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে …
হারিয়ে যাও যতদুরে আসবে তবু ফিরে
আবার অজানায়
অবিরত মলিন ক্ষত মুছে ফেলে চিরতরে
তোমার অসাড় থেমে থাকা প্রয়াত আগমনে

যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে

তোমার অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিলো থেমে থাকা আবার থামবে এই বিদায়ে
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে।

Ei bristi vheja rate | এই বৃষ্টি ভেজা রাতে by আর্টসেল | Artcell

এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা
সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
পাখি নির্ঘুম কন্ঠে বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
শরতের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
ঘাসফুল কেনো ফোটেনা
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়না
মেঘের ভেলায় ভাসে না
হেসে তুমি কেন আসোনা
ভোরে যাওয়া সব অশ্রয় বলে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়
তারা তোমাকে চায়
এই বসন্তের প্রভায় তুমি নেই বলে
সময় আমার কাটেনা
পৃথিবী কেন হাসেনা
হৃদয় দোলা দেয়না
আবেশে সে জড়ায় না
তুমি কেন কাছে আসোনা
———