Tumi Ar Nei She Tumi | তুমি আর নেই সে তুমি lyrics / লিরিক্স by Sachin Dev Barman | শচীন দেব বর্মণ

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার চোখেরও পাতা নাচে না
নাচে না আমারো পথ চেয়ে
তোমার পায়ে পায়ে মল বাজে না
বাজে না আমারো সাড়া পেয়ে (২)

হাসো না হাসো না সে হাসি মধুময়
হাসো না…
হাসো না হাসো না সে হাসি মধুময়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি…

তোমার সাপেরও বেনী দোলে না
দোলে না হাওয়ার বাঁশি শুনে
তোমার চোখে বিজলী খেলে না
খেলে না মেঘেরও গর্জনে (২)

গুনগুন গুনগুন করো না অসময়
গুনগুন…
গুনগুন গুনগুন করো না অসময়
তুমি আর নেই সে তুমি।

জানি না জানি না কেন এমনও হয়
জানি না…
জানি না জানি না কেন এমনও হয়
তুমি আর নেই সে তুমি

তুমি আর তুমি আর
তুমি আর নেই সে তুমি।

Bashi Shune Ar Kaj Nai | বাঁশি শুনে আর কাজ নাই (original song by Sachin Dev Barman| শচীন দেব বর্মণ)

বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি (২)
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি…
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি।

ও…
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তা অনলে (২)

সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই
ডাকাতিয়া বাঁশি…
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি ।

ও…
বাঁশেতে ঘুণ ধরে যদি
কেন বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না (২)

চোরা দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই
ডাকাতিয়া বাঁশি…
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি ।

সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।
ডাকাতিয়া বাঁশি…
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি ।

Ghate Lagaiya Dinga Pan Khaiya Jao | ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও (original song by Shachin Dev Barman | শচীন দেব বর্মণ) (covered by Anushah Anadil | আনুশেহ আনাদিল)

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায় (২)
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়

ও…ও বাঁশী
বানের টানে টানে
আইসো আমার পাণে
মধু লাগাইও মনে
মজিও পানের গুণে আসিও… (২)
আমার রঙ্গে পানের রঙ্গে রাঙ্গা হইও
রাঙ্গা হইও বাঁশী
আল্লাহ’র দোহায়…

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়…
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়

ও…ও বাঁশী
ঘাটে আসিও
পিড়ি পেতে দেব
পাশে বসাব
মুখেতে পান দেব, দেব রে (২)
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইয়ো
আল্লাহ’র দোহায়…

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়।

ও…ও বাঁশী
নাহি পান পানি
দিনের পাখানি আছে
জগতে জানি
আসিও গুল মনি আসিও (২)
কোন রসেতে ডুইবা তুমি দিনের অধিকারী
দিনের অধিকারী হইও
আল্লাহ’র দোহায়…

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়

Rongila Rongila Rongila re | রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা lyrics

রঙিলা রঙিলা রঙিলা রে রঙিলা
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে বন্ধু
কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু
কই গেলা রে
তুমি হইও গাঙ রে বন্ধু
আমি গাঙের পানি
জোয়ারে ভাটাতে হবে
নিতই জানাজানি রে বন্ধু
নিতই জানাজানি
তুমি হইও ফুল বন্ধু
আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া মাতেলা রে
হইয়া পাগেলারে
সেকালে কইছিলোরে বন্ধু
হস্ত দিয়া মাথে
তোমার মালার ফুল হইয়া
ফুইটা রব সাথে রে
ফুইটা রব সাথে
খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা
না আইলো মোর প্রাণের পতি
(হায় হায় রে…)
ডুইবা গেলো বেলা রে
ডুইবা গেলো বেলা
—————-