Shurjo Snane Chol| সূর্যস্নানে চল by Bappa Majumdar | বাপ্পা মজুমদার

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি তোরে মনে পরে
তোরে মনে পরে…
তোরে মনে পরে…

রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি তোরে মনে পরে
তোরে মনে পরে…
তোরে মনে পরে…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

(♪ সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল ♪)

মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা,
শেকল পরা পায়,
কদিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়

মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা,
শেকল পরা পায়,
কদিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়…
বেঁচে থাকা যে দায়…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

(♪ সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল ♪)

Mon Ta Tomar Kena | মন টা তোমার কেনা by Bappa Mazumder (Dalchut) | বাপ্পা মজুমদার (দলছুট)

মন ছুয়েছো মন দিয়েছি
আছে কিছু দেনা
তাই বলে কি ভাবছো নাকি
মনটা তোমার কেনা
হায়… মন টা তোমার কেনা
ও… মন টা তোমার কেনা। (২)

জলের ঘাটে কলসীকাখে
জল যে ছলাতছল
জলের ছোয়ায় নুপুর বাজে
মন করে অচল

অচল মনের কাছে আছে
আমার কিছু দেনা
তাই বলে কি ভাবছো নাকি
মনটা তোমার কেনা
হায়… মন টা তোমার কেনা
ও… মন টা তোমার কেনা।

জল কুমারী চকিতচোখে
এমন কেনো চাও
মনের ভেতর মেঘ ভেসে যায়
ময়ুরকন্ঠী নাও

চকিতচোখের কাছে আছে
আমার কিছু দেনা
তাই বলে কি ভাবছো নাকি
মনটা তোমার কেনা
হায়… মন টা তোমার কেনা
ও… মন টা তোমার কেনা।

মন ছুয়েছো মন দিয়েছি
আছে কিছু দেনা
তাই বলে কি ভাবছো নাকি
মনটা তোমার কেনা
হায়… মন টা তোমার কেনা
ও… মন টা তোমার কেনা।

Olot Palot | ওলট পালট by Sumon (Aurthohin)| সুমন (অর্থহীন)

সব কিছুতে ওলটপালট আমার চলাচল
চিন্তাগুলো নাচতে থাকে পায়ে বেধে মল
এই পৃথিবীর মুর্খরা সব ঘুমিয়ে যখন কাদা
আমার আঁধার রঙ হারিয়ে ধূসর কিংবা সাদা

গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই
গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই

সবার মত আমি তো নই, নিজের মত আমি
তোমার কথায় স্বপ্ন গড়ে, নিজেই আবার থামি
সবার মত আমি তো নই, নিজের মত আমি
তোমার কথায় স্বপ্ন গড়ে, নিজেই আবার থামি

গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই

সবাই যখন তুচ্ছ করে আমায় দৃষ্টি ফেলে
আগেই জানি এমনই হবে ঈর্ষাকাতর হলে
সবাই যখন তুচ্ছ করে আমায় দৃষ্টি ফেলে
আগেই জানি এমনই হবে ঈর্ষাকাতর হলে

গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই

সব কিছুতে ওলটপালট আমার চলাচল
চিন্তাগুলো নাচতে থাকে পায়ে বেধে মল
এই পৃথিবীর মুর্খরা সব ঘুমিয়ে যখন কাদা
আমার আঁধার মন হারিয়ে ধূসর কিংবা সাদা

গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই
গানের খাতায় নতুন কোন স্বপ্ন বাকি নেই
তুমি নামের বাস্তবতায় স্বপ্ন গেথে নেই।

Singer : Sumon( Aurthohin )
Album : Bappa With The Rockers
Lyric : Shahan Kabondho
Tune : Sumon
Music : Bappa Mazumder

Tomar bari jabo-তোমার বাড়ি যাবো lyrics

আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো? (২)
গর্জে উঠুক তোমার আপনজন
যতই বলুক হবে নাকো ঠাই
বলবো বুকের পাঁজর খুলে দেখুন
সত্যি আমি হৃদয় দিয়ে চাই (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
বুঝিয়ে এমন রাখবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
অনেক কিছুই শুনতে হবে জানি
অনেক কিছুই দেখবে যাচাই করে
বলবো আমি ভালোবাসাই আসল
জয় করবো সবি মোনের জোরে (২)
যখন আমি তোমার বাড়ি যাবো
ভালোবাসা থাকবে কি না বলো
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আজি তোমার বসতবাড়ি যাবো
দুয়ার খোলা রাখবে কিনা বলো?
ঝড়গুলো সব মাথায় পেতে নেবো
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?
আমার পাশে থাকবে কিনা বলো?…

এক মুহুর্তে

এক মুহুর্তে চলে যাওয়া এক
মুহুর্তে ফেরা
এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা
এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো
এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো
এক মুহুর্তে দূরে সরাও আবার
কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো
এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা
এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা
এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো
এক মুহুর্তে হারাতে মন এক
মুহুর্তে খোজো
এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার
সাথে রাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো
আকাশ যেমন দিনে রাতে রোদ আর
মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর কাছ থেকেও
পাওয়া না যায়(২)
এক মুহুর্তে মন ভালো নেই আবার
দেখি ভালো
এক মুহুর্তে আনন্দ দাও আবার
ব্যথা ঢালো
এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ
এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-
দ্বন্দ্ব
এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক
মুহুর্তে ভাঙ্গো
এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই
রাঙ্গো
এক মুহুর্তে উড়িয়ে দাও আবার
কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো