Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

আমার গায়ে যত দুঃখ সয় | Amar Gaye joto dukhkho soy by Bari Siddique

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়..
নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়.
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়..
নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে.
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়..
(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে.
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াই আলা হয়..

KENO DISHEHARA|কেন দিশেহারা Lyrics by Minar

তোমার চোখে আঁকা স্বপ্নগুলো,
আমায় ডাকে একাকী।
তোমায় ঘিরে লেখা গল্পগুলো,
হঠাৎ উড়ে জোনাকি।

আমার আকাশেতে মেঘেরা ভাসে,
হাসে ঝুম বরষায়।
দূরের তাঁরাগুলো থমকে থাকে পাহারায়।

তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি,
কোথায় বলো হারিয়ে ?
আমার মনটা মিছে বাজায় বাঁশি,
ভুল সে মায়ায় জড়িয়ে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
অভিমানী রাজপথে,
চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে।

কেন দুটো পথ বেঁকে গেলো
দু’ দিকে জানিনা,
কেন দুটো মন অজানাতে
হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা?

আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা।

আমার চোখে আঁকা স্বপ্নগুলো
জানি তোমায় ডাকে নীরবে।
আমায় ঘিরে সব প্রশ্নগুলো
জানি মলিন হয়ে হারাবে।

তোমার আকাশে কি মেঘেরা ভাসে ?
হাসে ঝুম বরষায়।
দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়।

কেন দুটো পথ বেঁকে গেলো
দু’ দিকে জানিনা।
কেন দুটো মন অজানাতে
হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা?
আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা।

Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman

EMON KENO HOY|এমন কেনো হয় Lyrics by Minar

রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

স্বপ্নগুলো মরে যাওয়ায়,
জীবন কষ্টভুমি।
আমার মতো করেই জানি
যাচ্ছো পুড়ে তুমি।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

Singer : Minar Rahman
Lyrics : Snahashish Ghosh