Bhoboghure Jhor | ভবঘুরে ঝড় by Shironamhin | শিরোনামহীন

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই,
তোমাদের ভালোবাসা…

শনশন উত্তাল হাওয়ায়,
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার,
তোমাদের ভালোবাসা…

কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়…(২)
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে
ঝড় নিয়ে আসি…

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকা…

বাংলাদেশ | Bangladesh by Shironamhin | শিরোনামহীন

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ…

যেখানে লাল সূর্যের রঙে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায়

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ…

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ…।।

Kono Ek Vore Mukhosher Jadukor | কোন এক ভোরে মুখোশের জাদুকর by Shironamhin | শিরোনামহীন

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়…

হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই…

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।

ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,
বুকের পাঁজরে…

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।

শিরোনামঃ জাদুকর
কথাঃ জিয়া
সুরঃ দিয়াত
কন্ঠঃ ইশতিয়াক

Eka Pakhi | একা পাখি by Shironamhin | শিরোনামহীন

একা পাখি বসে আছে
শহুরে দেয়ালে
শিষ দিয়ে গান গায়
ধূসর খেয়ালে…

তার ফেলে আসা আনমনা শিষ
এই শহরের সব রাস্তায়
ধোয়াটে বাতাসে নালিশ রেখে যায়…

আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু

আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
জানি নি আমি বুঝিনি
তবু ছুটেছি… তোমার পিছু।

একা পাখি বসে আছে
শহুরে দেয়ালে
শিষ দিয়ে গান গায়
ধূসর খেয়ালে…

পাখি আনমনা বসে দেওয়ালে
পাখি নিবার্ক চোখ রাস্তায়..
পাখি আনমনা বসে দেওয়ালে
পাখি নিবার্ক চোখ রাস্তায়…

ধোয়াটে শহরের উষ্ণতা বাড়ে না
তার আনমনা চোখ, অবুঝ ঠোট মনের দরজায়
আঙ্গুল রাখে না..

কিছু সুর তুমি এনে দাও পাখি এই নাগরিক কোলাহলে
তুমি গান গাও তুমি শিষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা…

আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি আমি বুঝিনি
তবু ছুটেছি তোমার পিছু

আমি দেখিনি আমি শুনিনি
আমি বলিনি অনেক কিছু
জানি নি আমি বুঝিনি
তবু ছুটেছি… তোমার পিছু।

Icche Ghuri | ইচ্ছে ঘুড়ি by Shironamhin | শিরোনামহীন

1 2 3 go…

এই হাওয়ায় ওড়াও তুমি
তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা
তোমার আকাশ করছে চুরি।

সূর্য বসাও আকাশের নীল
ইচ্ছের রং গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে
ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাৎ খেয়ালি এই ঝড়ো হাওয়ায়
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
উড়াও উড়াও সুতোর টানে
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের তীরে,
তোমার সব ইচ্ছে ওড়ে
আকাশ খেয়ালী মনে
হারায় কিছু না জেনে

তোমার সুতোয় বাধা আকাশ
ঝড়ো হাওয়ায় রং হারালে
নির্বাক… ইচ্ছে…
আচমকা দিশেহারা…

এই আলোয় হাটছো একা
সঙ্গী করো আমায় তুমি
বেয়াড়া যতো মেঘের ছায়া
করেছে চুরি স্বপ্নভুমি।

নীলের আকাশ গোলাপী হলে
ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
শুতোয় বাধা ছাড়িয়ে আকাশ
অন্য ভুবন দেখবে বলে।

হঠাৎ খেয়ালী এই ঝড়ো হাওয়ায়
ভাঙছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে
আকাশ আবার হবে যে দেখা।