কি জালা দিয়া গেলা মোরে | Ki Jala Diya Gela More (Original Song by শাহ আবদুল করিম | Shah Abdul Karim) [ Cover by হৃদয় খান |Hridoy Khan]


কি জালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে।

না রাখি মাটিতে
না রাখি পাটিতে
না রাখি পালকের উপরে (২)
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে
সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে
ভিড়িয়ে রেশম ডোরে
ভিড়িয়ে রেশম ডোরে।

বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
ও… বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
না ডাকি ননদিনীর ডরে
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেম গেছে
কি টোনা কইরাছে
বস্র খসি খসি পড়ে (২)
কহে আস্কর আলী, সাধু শত জানি
কহে আস্কর আলী, সাধু শত জানি
উদাসী বানাইল মোরে
উদাসী বানাইল মোরে।

Leave a comment