Dhiki Dhiki Agun Jole | ধিকি ধিকি আগুন জ্বলে (lyrics |লিরিক্স) by Miles | মাইলস

ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে (২)
ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল (২)

ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে
ও…

তোরে ছাড়া এ জীবনে আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা (২)

ধিকি ধিকি আগুন জ্বলে
দুঃখের নদী বইয়া চলে (২)
ও…

Pahari Meye | পাহাড়ি মেয়ে by Miles | মাইলস

পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না । (২)

সাজানো চোখের মাঝে সবুজ বনানী তাতে-
ছায়া ফেলে এই জল ঝর্না
অধীর ঢেউয়ের দোলা দিয়ে যায় আনমনা
দিকে দিকে শুধু যন্ত্রণা । (২)

পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না । (২)

বাতাস আকুল হয়ে জলে ছন্দ নিয়ে
পাহাড়ি মেয়ে সেতো চেয়ে দেখে না
পাখি ডাকে অচেনা বয়ে যায় ভাবনা
স্বজন বুঝি তার ফিরে এলো না । (২)

পাথুরে নদীর জলে
পাহাড়ি মেয়ে নামে
ভেজা তার তনু মন ধরা দেয় না
কি স্বপন এঁকে দিলো বলা যায় না । (২)

সে কোন দরদিয়া আমার | She Kon Dorodiya Amar by মাইলস | Miles

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে
ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে
সে আছে অন্তরে।

ঝড়ের রাতে আপন হয়ে
আসে আমার বুকে
চাঁদের আলোয় জোয়ার আনে
ভালোবাসার সুখে।।

আমার দরদিয়া এমন মধুর
চেয়ে থাকি চোখে……

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে
ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে
সে আছে অন্তরে।

বুকের মাঝে বসত গড়ে
কেন তবু দূরে
চাই যখন পাইনা তখন
খুঁজে ফিরি তারে।।

আমার দরদিয়া এমন নিঠুর
দেখেনা তা ফিরে……

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের করিডোরে
ডুবায় আবার ভাসায়

সে কোন দরদিয়া আমার
কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে
সে আছে অন্তরে।

CHAD TARA SURZO NOY TUMI | চাঁদ তারা সূর্য নও তুমি LYRICS BY MILES

শিল্পীঃ মাইলস
অ্যালবামঃ প্রতিশ্রুতি
…………..
…………..
চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না,
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি,
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা,
ভুল বুঝে কোনোদিনও
আমায় তুমি করোনা একা।

তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না।

প্রথম প্রেমের মত

প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে

কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনা তো আজো তোমায়
সেই পথ চলা শেষ হলে
কাছে এসে যেও বলে
এই তো আমি এই তো আমি

তোমারি আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি
ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে দিলাম তুলে