KENO DISHEHARA|কেন দিশেহারা Lyrics by Minar

তোমার চোখে আঁকা স্বপ্নগুলো,
আমায় ডাকে একাকী।
তোমায় ঘিরে লেখা গল্পগুলো,
হঠাৎ উড়ে জোনাকি।

আমার আকাশেতে মেঘেরা ভাসে,
হাসে ঝুম বরষায়।
দূরের তাঁরাগুলো থমকে থাকে পাহারায়।

তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি,
কোথায় বলো হারিয়ে ?
আমার মনটা মিছে বাজায় বাঁশি,
ভুল সে মায়ায় জড়িয়ে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে
অভিমানী রাজপথে,
চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে।

কেন দুটো পথ বেঁকে গেলো
দু’ দিকে জানিনা,
কেন দুটো মন অজানাতে
হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা?

আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা।

আমার চোখে আঁকা স্বপ্নগুলো
জানি তোমায় ডাকে নীরবে।
আমায় ঘিরে সব প্রশ্নগুলো
জানি মলিন হয়ে হারাবে।

তোমার আকাশে কি মেঘেরা ভাসে ?
হাসে ঝুম বরষায়।
দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়।

কেন দুটো পথ বেঁকে গেলো
দু’ দিকে জানিনা।
কেন দুটো মন অজানাতে
হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,
কেমন আছো হায়,
কেন দিশেহারা?
আমি পথের মাঝে একা
থমকে দেখি আকাশটা।
সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,
হয়ে পাগলপারা।
তুমি তোমার মতো করে
বদলে দিলে শহরটা।

Singer : Minar Rahman
Lyrics : Minar Rahman

EMON KENO HOY|এমন কেনো হয় Lyrics by Minar

রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

স্বপ্নগুলো মরে যাওয়ায়,
জীবন কষ্টভুমি।
আমার মতো করেই জানি
যাচ্ছো পুড়ে তুমি।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

রোদের খেলা চলার কথা
জীবন ঢাকা মেঘের ছায়ায়,
একই সাথে চলার কথা
দুজন তবু দু’ঠিকানায়।

যা-ই আমি চাইনা কেন
কিছুই যেন পাবার নয়,
আমার সাথেই সবটা সময়
এমন যে কেন হয়!

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

এই শহরের বাতাস জুড়ে
তোমার স্মৃতির গন্ধ,
ক্রমেই যেন আসছে হয়ে
আমার শ্বাস-প্রশ্বাস বন্ধ।

Singer : Minar Rahman
Lyrics : Snahashish Ghosh

Shada | সাদা lyrics

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক
রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া…