এ এমন পরিচয় | E Emon Porichoy by সোলস | Souls

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা।

এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা।

নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে।
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে।

এ যেন কল্পনা, মিলন মোহনা
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙীন চাদর বোনা।।

এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা।

আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে

এ যেন প্রভাতে, গভীর আবেশে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া।

এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা

সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা।

এ এমন পরিচয়, (♪এ এমন পরিচয়♪) অনুমতি প্রার্থনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন বিনিময়, (♪এ এমন পরিচয়♪) কিছু শুভ সূচনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন গীতিময়, (♪এ এমন পরিচয়♪) কিছু শুভ সূচনা (♪ অনুমতি প্রার্থনা ♪)
এ এমন পরিচয়, (♪এ এমন পরিচয়♪) অনুমতি প্রার্থনা (♪ অনুমতি প্রার্থনা ♪)

ফরেস্ট হিলে এক দুপুরে

আমার ভালবাসা।

ফরেস্ট হিলে এক দুপুরে
কথা ছিলো তুমি আসবে
সব চোখ ফাঁকি দিয়ে
বুকে ভালোবাসা নিয়ে
আসবে আমায় ভালোবাসবে।।

অনেক প্রহর নিঃসঙ্গ
সাঁওতালী গানের সুরে
কাটিয়ে দিলাম তোমায় ভেবে
ঝাউ মহুয়ার বনে
কথা দিয়ে তুমি এলে না যখন
এখন আমার কি হবে।।

বিষন্নতা সঙ্গী এখন
দুঃখ গলার মালা
তোমার স্মৃতিগুলো আগুন হয়ে
বাড়ায় বুকেরই জ্বালা
হায় তুমি ছাড়া জীবন আমার
এখন বাঁচি কিভাবে।।

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলাকে ঘিরে ভালবাসা সর্বনাশ
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।

হাওয়া শুধু এসে এই খোলা বুকে রঙ্গিন ধুলো
স্মৃতি রুমাল উড়ায়।

আর উড়ে একটি ঝড়াপাতা পালক
মগ্ন বিষাদে এত বেশী আর
মন ভরে থেকে
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।
একদিন খুব রাতে চুপি চুপি
জোছনার মাঠে দাঁড়িয়ে একাকি দেখি
সেই চলে যাওয়া পাখিটার ছায়া
শেষ ছায়া ধীরে মিলায়
হৃদয় মেঘের ফাকে
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।

দখিনা হাওয়া

দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও

একাকী নীরবে এগিয়ে পিছিয়ে চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি না বলা কথাটি হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও

শহরতলীতে এমনই রাতে বেজেছে সানাই কত
সে সুর আজকে স্মৃতির আঙ্গিনায় বাজবে অচেনা সুরে
আমি ভুলে যাই, আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও

দখিনা হাওয়া ঐ তোমার চুলে
ছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়, তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও আমার নও
আমার নও আমার নও