Sukotara Akhi Mele Chay |শুকতারা আঁখি মেলে চায়

দেখো দেখো, দেখো,
শুকতারা আঁখি মেলি চায়
প্রভাতের কিনারায়
শুকতারা আঁখি মেলি চায়।

ডাক দিয়েছে রে শিউলি ফুলেরে
আয় আয় আয়…
শুকতারা আঁখি মেলি চায়।

ও যে কার লাগি জ্বালে দীপ
কার ললাটে পরায় টিপ
ও যে কার আগমনী গায়
আয় আয় আয়…
শুকতারা আঁখি মেলি চায়।

জাগো জাগো সখী
কাহার আশায় আকাশ উঠিল পুলকি
মালতীর বনে বনে ওই শোনো ক্ষণে ক্ষণে
কহিছে শিশিরবায়
আয় আয় আয়…
শুকতারা আঁখি মেলি চায়।

আমার মল্লিকা বনে |Amar Mollika Bone

আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে
তোমার লাগিয়া তখনি, বন্ধু
বেঁধেছিনু অঞ্জলি
আমার মল্লিকা বনে…

আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

তখনো কুহেলী জালে সখা,
তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি
আমার মল্লিকা বনে…

আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

এখনো বনের গান
বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি (২)

ও মোর করুণ বল্লিকা
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হলো
এই বেলা তোর শেষ কথা দিস বলি
আমার মল্লিকা বনে…

আমার মল্লিকা বনে
যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে।

Aha Aji E Boshonte | আহা আজি এ বসন্তে

আহা আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে।

সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আস, কেন মিছে হাস
কাছে যে আসিত সে তো আসিতে না চায়…

আহা আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে

সুখে আছে যারা, সুখে থাক‌ তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়…

আহা আজি এ বসন্তে
এত ফুল ফুটে
এত বাঁশি বাজে
এত পাখি গায়
আহা আজি এ বসন্তে।

Aj Jochna Rate Sobai Geche Bone | আজ জোছনা রাতে সবাই গেছে বনে

আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে

যাব না গো, যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়…
এই নিরালায় রব আপন কোণে
যাব না এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে

আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে…

আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে।

Kon Puraton Praner Tane|কোন পুরাতন প্রাণের টানে

কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন, ছুটেছে মন
মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে

চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে… পুব-বাতাসে
মল্লারগান প্লাবন জাগায়
মনের মধ্যে শ্রাবণ-গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে

লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল বনের মাঝে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে

যে বাণী ওই ধানের ক্ষেতে
আকুল হলো… অঙ্কুরেতে (২)
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে।