আজ পাশা খেলব রে শ্যাম | Aj Pasha Khelbo Re Sham by সেলিম চৌধুরী | Salim Choudhury

ও শ্যামরে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায়
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
সব সখি সনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়
ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন
ঐ রাঙ্গা চরণে
আজ পাশা খেলবো রে শ্যাম।

দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে
আজ পাশা খেলবো রে শ্যাম।

ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম।

শিল্পীঃ সেলিম চৌধুরী
সুরকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত
গীতিকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

Amar ache jol-আমার আছে জল lyrics

আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল
সেই জলে যেনো পদ্ম পুকুর
মেঘলা আকাশে মধ্য দুপুর(২)
অচেনা এক বন বাঁশি সুর
বিষাদে কোমল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল(২)
আমার একা সেই কালো দিঘি
একাই আমি জলে নামি
আর কেউ নেই তো কাছে ও দূরে
অন্য ভুবনে থাকো তুমি
আমার একার সেই দীঘিতে ফোটাই নীলকমল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল
ঝুম বরষা ঘন কালো মেঘে
উল্লাসে নাচি একা আমি
কেউ নেই পাশে মেঘে বৃষ্টিতে
ভিন গ্রহবাসি আজ তুমি
আমার একার জলত সবই শুধু অস্রুজল
আমার আছে জল , আমার আছে জল
আমার আছে জল , আমার আছে জল(২)