নিটল পায়ে রিনিক-ঝিনিক | Nitol Paye Rinik- Jhinik by ফুয়াদ | Fuad

মন ভাবে তারে,
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে (২)

তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে যেন মৃদু সুবাসে ।

নিটল পায়ে রিনিক-ঝিনিক,
পায়েলখানি বাজে…
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে… (২)

চাঁদের অধরে যেন,
তোমার হাসির মাঝে,
সোনালী আবেশে তবে
সাগর ধারে ।

হৃদয়ের মাঝে কবে,
বেধে ছিলে বাঁধন
ভালোবাসা তবে কেন
মনের ওগোচরে ।

(তুমি কি আমার বন্ধু,
আজও কেন বোঝনি
তুমি কি আমার বন্ধু
কেন ভালোবাসনি ।)

মন ভাবে তারে,
এই মেঘলা দিনে
শীতল কুয়াশাতে
তার স্পর্শে। (২)

তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে যেন মৃদু সুবাসে ।

নিটল পায়ে রিনিক-ঝিনিক,
পায়েলখানি বাজে… ।
মাদল বাজে সেই সঙ্গেতে
শ্যামা মেয়ে নাচে… ।।

তোর জন্য আমি বন্য

তোর জন্য আমি বন্য মাতাল অনুভব
করে সব শূন্য শুধু বন্য তুই নিখোঁজ অচিন পুরে
শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস আমার মত পাবি না কেউ স্বর্গ মর্ত্যে

দেখেছি যা দেখার ছিল এই মনের আয়নায়
অবিরত আনাগোনা বৃথা সেকি হায়
আমি ভেবে ভেবে মরি তোর মনে আছে কি
দিশেহারা আমি যে তোর প্রেমে পড়েছি
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …

ডুবে থাকিস বৃথা যত ঐ নষ্ট ভাবনায়
সিক্ত পণ্যে স্বপ্ন দেখা ব্যর্থ জীবনটায়
আমি পালটে দিতে পারি তোর চোখের ঐ রঙ
নরম রোদে ভালবাসা পবিত্র ভীষণ
অভিমানে দূরে আমি হারাবো যখন
ভালবাসার মৃত্যু হলে করোনা বারণ

শপথ নিলাম তোকেই রাণী করব নিশ্চয়ই এই রাজত্বে
খুঁজে দেখিস …