Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Loke Bole | লোকে বলে (original song by Hason Raja | হাসন রাজা)

লোকে বলে, বলেরে…
ঘর-বাড়ি ভালা নাই আমার (২)

কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যের মাঝার
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

এই ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।
হায়রে…
এই ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে।

কোথায় নিয়া রাখবা আল্লায়
কোথায় নিয়া রাখবা আল্লায়
তাই ভাবিয়া কান্দে
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর। (২)
হায়রে…
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর।

আয়না দিয়া চাইয়া দেখি
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

আগে যদি জানত হাসন রাজা
বাঁচব কতদিন।
হায়রে…
আগে যদি জানত হাসন রাজা
বাঁচব কতদিন।

বানাইত দালান-কোঠা
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

কি ঘর বানাইমু আমি
কি ঘর বানাইমু আমি
শূণ্যের মাঝার
লোকে বলে ও…বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার। (২)

কি জালা দিয়া গেলা মোরে | Ki Jala Diya Gela More (Original Song by শাহ আবদুল করিম | Shah Abdul Karim) [ Cover by হৃদয় খান |Hridoy Khan]

কি জালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে।

না রাখি মাটিতে
না রাখি পাটিতে
না রাখি পালকের উপরে (২)
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে
সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে
ভিড়িয়ে রেশম ডোরে
ভিড়িয়ে রেশম ডোরে।

বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
ও… বন্ধু পরবাসী
পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
কয়লা করে ধ্বনি, পোহাইলো রজনী
না ডাকি ননদিনীর ডরে
না ডাকি ননদিনীর ডরে।

নারীর প্রেম গেছে
কি টোনা কইরাছে
বস্র খসি খসি পড়ে (২)
কহে আস্কর আলী, সাধু শত জানি
কহে আস্কর আলী, সাধু শত জানি
উদাসী বানাইল মোরে
উদাসী বানাইল মোরে।

আমার হাড় কালা করলাম রে | Amar Har Kala Korlam Re by জসীম উদ্দিন | Jashim Uddin

আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
ওরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে

মন রে…
ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা,
জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা
যারে দিসি প্রাণ রে
দুরন্ত পরবাসে

মন রে…
ওরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে
বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে
দুরন্ত পরবাসে

মন রে…
ওরে হাড় হইল জর জর
অন্তর হইল গুড়া রে
আমার অন্তর হইল গুড়া
পিরীতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে

আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে | Amay dubailira amai vasailira lyrics

উথালি পাথালি আমার বুক…আমার, মনেতে নাই
সুখরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম..
জীবনের ভেলা ভাসাইলাম কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আরে লক্ষ বছর পার হইলো
লক্ষ বছর পার হইলো কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুল নাই…সীমা নাই…নাইরে..কুল নাই…
সীমা নাই…