Ami Dur Hote Tomarei Dekhechi | আমি দূর হতে তোমারেই দেখেছি by Hemonto Mukhopadhay | হেমন্ত মুখোপাধ্যায়

আমি দূর হতে তোমারে দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।

বাজে কিনিকিনি রিনিঝিনি
তোমারে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি
দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ঐ রুপের মাধুরী মোর সংশয়ে রেখেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।

কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি মৃগ তুমি
আপন গন্ধ ঢেলে এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি

ঐ কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুঁটেছে সদ্য
ঐ কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুঁটেছে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি
আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি।

মা গো ভাবনা কেন | Ma Go Vabna Keno ( original song by হেমন্ত মুখোপাধ্যায় | Hemonto Mukhopadhay)

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি! (২)

আমরা হারবো না, হারবো না
তোমার মাটির একটি কণা-ও ছাড়বো না (২)

আমার পাঁজর দিয়ে দুর্গ-ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

আমরা পরাজয় মানব না
দুর্বলতায় বাঁচতে শুধু জানব না (২)

আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

আমরা অপমান সইবো না
ভীরুর মতো ঘরের কোণে রইবো না (২)

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

Pother klanty vhule- পথের ক্লান্তি ভুলে lyrics

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?