Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Na Bujhi Duniya | না বুঝি দুনিয়া by Chircut | চিরকুট

যা দেখছ তা তা না
সব দেখা জানা না
এক দুনিয়া ফানা ফানা
আরেক দুনিয়া যাওয়া মানা

জগতে জনমে
যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে
মন ধরে শুধু বায়না

না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই (২)

তোমার মাঝে অন্য কেউ বাজে
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে
তারে তুমি দেখিতে চাও না
লুকোচুরিতে নিজেরে পাও না

না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই
না বুঝি দুনিয়া না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই

Kanamachi Mittha Kanamachi Sotto | কানামাছি মিথ্যা কানামাছি সত্য by Chirkut | চিরকুট

সত্য কি তেতো
সেকি জীবনের মত (২)
বেঁচেও মোরা নাকি
বিভেদের ক্ষত।

মিথ্যা কি ভুল
নাকি নীল নোনা জ্বল
দেখতে কেমন সে বলো
কতটা অতল।

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত…

তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তোমার প্রেমেতে আমি বুঁদ হয়ে রই
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ
তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ঐ…

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত…

সুখ যদি এতে তুমি পাও বা অগাধ
আমি কেন সাধি তাতে মিছেমিছি বাঁধ (২)
যার যার মত করে ভাল থাকা যদি
সত্যের মত করে আঁকি দুই নদী…

কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত
কানামাছি মিথ্যা, কানামাছি সত্য
কানামাছি তুমি আমি যে যার মত…

Bristir Gaan | বৃষ্টির গান Lyrics

বর্ষন বহে ভেজা ভেজা পায়ে
আজ শ্রাবণ দিনে নামে
মেঘের ঘনঘটা
চেনা সুর গেয়ে যায়
ভেজা ভেজা পা’টা

শুষ্ক দহনে ঘুম মেঘের জলচ্ছটা
তুমুল ছন্দবানে
তাপক্ষরা জয়গানে প্রাণের জেগে ওঠা
ঝড় ঝড় ঝরেরে তারে মনে পড়ে

কদম অথৈ ছুঁইয়ে ঘরভুলো হাঁটা
ভেজা চুল জড়সড়
এখনি বেরিয়ে পড়
হও বৃষ্টি করুণা মাখা…

Jadur ShohorIজাদুর শহর Lyrics

কবি হাসে, টাকা ভাসে
গঙ্গাবুড়ির শহরে
আসমান তুই কাঁদিস কেন
অট্টালিকার পাহাড়ে
মিছে হাসি, মিছে কান্না
পথে পথের আড়ালে
গ্রিন সিগনাল, রেড ওয়াইন
দেওয়ালে, দেওয়ালে

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে

নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়
মিছিলের নগরে অমৃত আশ্রয়
অলি থেকে গলিতে
গলি ছেড়ে রাজপথ
শহুরে চৌকাঠ বিবাগী জনমত

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে

জাদুকর হেটে যায় খুব উচ্ছন্নে
হুইসেল, পটাকা রামভোর হন্নে
ললনার ছলনা শহরের বুকে চির
রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির

এই শহর, যাদুর শহর
প্রানের শহর ঢাকারে
এই শহর, যাদুর শহর
প্রানের শহর আহারে…