Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

TOR PREMETE ONDHO HOLAM | তোর প্রেমেতে অন্ধ হলাম | LYRICS – JAMES | SATTA BENGALI MOVIE SONG

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল ,
কাঁটার সাথে করলাম সন্ধি ,
পায়ে পিষে ফুল ।

কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ ।

পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব ।
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব ।

প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

Singer : James
Movie : Satta
Lyrics : Shohani Hossain
Music : Bappa Muzumder

Kanchonjongha- কাঞ্চনজংঘা lyrics

একটু ভালো করে বাঁচবো বলে আর একটু
বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার
নীলচে পাহাড়
পারলো না কিছুতেই তোমার
কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায়
আমি কলকাতায়
সোনার স্বপ্ন
খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের
জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের
কোলে
জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার
বিছানা
কখন
যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের
থানা
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার
দারোয়ান
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন
আমার সেই কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার
ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট
লজের থেকে কম
রাত্রির নেমে এলে আসবে তোমার
ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার
ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে
বলো না তাকে আমি দারোয়ান শুধু
বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন
বেঁধে না ফেলে সংসার
আর কিছু
টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের
ঘরে
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু
তাকে আর
শুধু এই সত্তর
টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের
মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার
কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন

প্রতিদিন

একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব(২)
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর(২)
সন্ধ্যা হতে যায় হারিয়ে কাক
ডাকা ভোর
অন্ধকারের আলোয়, হেটে চলা বহুদূর
মুহুর্তে যায় যে মিশে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
মুহুর্তে যায় যে মিশে, স্মৃতির সরবোর
বর্তমানে থাকি জেগে পরস্পর
একটু একটু করে প্রতিদিন বদলায় সব
বদলায় না দেখো তবু এ মাতাল অনুভব(২)
কুয়াশায় ঢাকা এ শহর
বদলায় তার চাদর
অনুভুতি জুড়ে তবু প্রিয় প্রহর(২)

ভালোবাসি তোমায়

ফেলে আসা গান
ফেলে আসা জলসা
ফেলে আসা বন্ধু
ফেলে আসা রাস্তা
ফেলে আসা কত কথা
ফেলে রেখে এসেছি
ফেলে আসা সময় (২)
ফেলে আসা সাহস
ফেলে আসা ভয়
ফেলে আসা জুতো জামা
ফেলে দিতে হয়
ফেলতে ফেলতে কিছু কথা
থেকে গেছে, যেমন-
ভালোবাসি তোমায়
ভালোভালোভালোভাল­
োভালোবা…সি তোমায়
এখনো ঠিকি
ভালোবাসি তোমায়
একি ভাবে
ভালোবাসি তোমায়
ফেলে আসা বাজারে
ফেলে আসা দাম
ফেলে আসা তবলা হারমোনিয়াম (২)
ফেলে আসা খাটুনির কত কাল ঘাম
হারিয়ে গেছে কোথায়
ফেলে আসা রাজনীতি
ফেলে আসা ভুল
ফেলে আসা গপ্পের
ফেলে আসা গুল
ফেলতে ফেলতে কিছু কথা
থেকে গেছে, যেমন-
ভালোবাসি তোমায়
ভালোভালোভালোভাল­
োভালোবা…সি তোমায়
এখনো ঠিকি
ভালোবাসি তোমায়
একি ভাবে
ভালোবাসি তোমায়
ফেলে আসা রাগ
ফেলে আসা ক্ষোভ
ফেলে আসা বড়সড় কত মুল্যবোধ
ফেলে আসা আকাশের এক চিলতে রোদ
হারিয়ে গেছে কোথায়
আজ যেটা মিষ্টি, কাল সেটা ঝাল
টিকে থাকে না কিছুই চিরকাল
টিকে গেছে কেবল একটাই কথা
ভালোবাসি তোমায়
ভালোভালোভালোভাল­
োভালোবা…সি তোমায়
এখনো ঠিকি
ভালোবাসি তোমায়
একি ভাবে
ভালোবাসি তোমায়।