Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

মা গো ভাবনা কেন | Ma Go Vabna Keno ( original song by হেমন্ত মুখোপাধ্যায় | Hemonto Mukhopadhay)

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি! (২)

আমরা হারবো না, হারবো না
তোমার মাটির একটি কণা-ও ছাড়বো না (২)

আমার পাঁজর দিয়ে দুর্গ-ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

আমরা পরাজয় মানব না
দুর্বলতায় বাঁচতে শুধু জানব না (২)

আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

আমরা অপমান সইবো না
ভীরুর মতো ঘরের কোণে রইবো না (২)

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

মা গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি!

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার ও শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

এসো বাংলাকে ভালোবাসি

আমি দেখিনি বায়ান্নর ভাষা যুদ্ধ
শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস,
আমি দেখিনি একাত্তরের যুদ্ধ
দেখিনি মুক্তির জয় উল্লাস।
আমি শুনেছি রবী-নজরুলের গান
শুনে জাগ্রত হয় বিদ্রুহী প্রান।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
চেতনা উঁকি দেয় শহিদের স্বপ্ন
সুখ শান্তি ধারায়,
যেতে হবে বহুদূর চলো যাই এগিয়ে
নব-সম্ভাবনায় ।
তুমি দুঃখ করোনা, ও বাংলা মা,
শত্রু তোমার বুকে ঠাই পাবে না,
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।
অন্ন-বস্ত্র, শিক্ষা-চিকিৎসা,
এ আমার অধিকার,
শান্তির জয় হোক, দুর্নীতি দূর হোক,
এখনই সময় তার,
তুমি ভাবনা করো না,ও বাংলা মা,
বীর বাঙালী পরাজিত হবে না।
জাগো দেশো-বাসী, ভুলে রেশা-রেশি,
বাংলার বুকে ফুটাই হাসি,
এসো বাংলাকে ভালবাসি।।

গঙ্গা আমার মা পদ্মা আমার মা

গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি

একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।

আমায় যদি প্রশ্ন করে

আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ
বলবো আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।।

এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।

আমায় যদি প্রশ্ন করে
মায়াবতী কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

নব দিগন্তের নতুন চলার তিথি
মিলেছে এ জীবন সম্ভবনার গীতি।

আমায় যদি প্রশ্ন করে
কাব্য-গীতির কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।।