Godhuly | গোধূলি lyrics

প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই
ভাঙ্গে নাই…

Godhuli-গোধূলি lyrics

প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই…………

ঝাউ বনের পথ ধরে

ঝাউ বনের পথ ধরে
চলেছি একা একা
কত দূরে যাব আমি জানি না
কত দূরে যাব জানি না
নদীর স্রোত যেখানে থেমে গেছে
সে কি আমার ঠিকানা।।

মুক্ত হাওয়ায় হাওয়ায়
চৈতী তালে তালে
বলাকারা ঐ উড়ে যায়
সোনালী আকাশ জুড়ে।

সন্ধ্যা নেমে এলো
বলাকারা ফিরে গেল
আমি শুধু রয়ে গেলাম
এক পলকের আশায়।।

হেসে খেলে এই মনটা আমার

হেসে খেলে এই মনটা আমার
কেড়ে নিলে এত সহজেই
এ যে প্রতারনা তা জানি না
কেঁদে কেটে এই মনটা আমার
অবহেলা আর অতৃপ্ততায়
জুটলো বেদনা আর কিছু না।।

তোমার প্রেমে ধন্য হয়ে
অতঃপর কত পূর্ন ভেবে
এক সোনার আলো এসেছিলো
আমার জানালায়
মন হয়েছিলো কাব্যময়
অপরূপ এক কল্প হয়
প্রান উজার করে আমি
লিখেছিলাম কবিতা।।

ব্যথা পেয়ে এত আর্ত হয়ে
ভিক্ষে চেয়েছি শান্তনা
একা আঁধার ঘরে আমার
ঘুম আসেনা
এই মনে শুধু রিক্ততা
কেউ আমার বন্ধু না
একা চলার পথে আমায়
কেউ ডেকো না।।

হে হে দেখা হয় নি বলে না না

হে হে দেখা হয় নি বলে না না
এ অপমান আমি সইবো না
হে হে কথা হয় নি বলে না না
আর নিরব আমি রইবো না
তোমারই দূরে থাকা
আমাকে রাখে একা করেছে নিদ্রাহারা
সুখ গেছে বনবাসে নেই আলো আশেপাশে
থেমে গেছে জীবনধারা

তোমার লাজুক চোখের সাথে
আমার অবাক চোখের চোখাচোখি
দুষ্ট লোকের চোখে দৃষ্টিকটু হলে
বল কি করি

টেলিফোনে যখন ফিসফিস করে
কথা হয় দুজনায়
মন্দ লোকে যদি আড়ি পেতে
শুনে ফেলে বল কি উপায়

তোমার লাজুক চোখের সাথে…

হে হে দেখা হয়নি কেন না না
আর নিরব তুমি থেকোনা
হে হে ভীরু মনে আর না না
আড়াল করে রেখো না
প্রেমের কবিতাটি এখনো লেখা বাকি
দেবে কি তুমি সাড়া

হবে কি পরাজিত বুঝিনি এখনোতো
হয়েছি দিশেহারা

তোমার লাজুক চোখের সাথে…।।