Onno Keu | অন্য কেউ by Shironamhin | শিরোনামহীন

আমি না অন্য কেউ নিয়ে যায় তোমায়
যেখানে অবিরত ভেঙে পড়ে সময়
আমি না অন্য কেউ নীরবে বাঁচে
রক্ত সিদুঁর আঁকে যেথা নব আশা
আমি না অন্য কেউ নিয়ে যায়
আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়

তুমি না অন্য কেউ মোর শয্যাতে
জেগে দেখি পূব কোণে তমসা ক্ষয়
তুমি না অন্য কেউ ফিরে আসে
আর ডেকে তোলে বৃত্তবন্দী মন

সঙ্গী তুমি সোনালী ভোরের
অজানা কোন আলো
আলোয় ভরা আনন্দলোকে
নিঃস্ব প্রাতে চলো
তবু জেগে উঠো বেঁচে উঠো
গেয়ে উঠো আমার এ গান

তুমি না অন্য কেউ শিয়রে কাঁদে
অধরা ছায়া শূন্য মাঝে ভেঙে পড়ে
তুমি না অন্য কেউ মেলে দেয়
ভোরের আকাশে সোনালী ডানা চিল

যাবে কি তুমি মোর সাথে
আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে
অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে
যাবে কি তুমি মোর সাথে (২)

যাবে কি তুমি মোর সাথে
যাবে কি….

কন্ঠঃ ফারহান
অ্যালবামঃ ইচ্ছেঘুড়ি

Borsha | বর্ষা by Shironamhin | শিরোনামহীন

বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা কাটবে কি ঘনঘটা।

অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা থামবে কি ঘনঘটা।

নির্ঝর গগনে অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”…

দিপীকা সায়রে অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”…

বরষা মানেনা
ঝরছে জলধারা…
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা কাটবে কি ঘনঘটা।

Bhoboghure Jhor | ভবঘুরে ঝড় by Shironamhin | শিরোনামহীন

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ছায়া হয়ে যাই,
তোমাদের ভালোবাসা…

শনশন উত্তাল হাওয়ায়,
চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায়
এক কাপ গরম চায়ে
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকার,
তোমাদের ভালোবাসা…

কখনো তোমাদের অজানা জানায়
বাউন্ডুলে ঝড় আমায় ভাবায়…(২)
তোমাদের ছায়ায়
নির্বাক ভালোবাসা
আমি আজন্ম ভবঘুরে
ঝড় নিয়ে আসি…

চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে
চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড়
তোমাদের খুব কাছে
ভিজে একাকা…

বাংলাদেশ | Bangladesh by Shironamhin | শিরোনামহীন

যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ…

যেখানে লাল সূর্যের রঙে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিম ঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায়

মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে, খুঁজে ফেরে বাংলাদেশ…

যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল, দু’চোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ, এক প্রান্তে লাল,
আমার বাংলাদেশ…।।

Kono Ek Vore Mukhosher Jadukor | কোন এক ভোরে মুখোশের জাদুকর by Shironamhin | শিরোনামহীন

কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয়…

হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই…

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।

ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে,
বুকের পাঁজরে…

হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায়।

শিরোনামঃ জাদুকর
কথাঃ জিয়া
সুরঃ দিয়াত
কন্ঠঃ ইশতিয়াক