Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Ranjana Ami Ar Ashbo Na | রঞ্জনা আমি আর আসবো না by Anjon Dutt | অঞ্জন দত্ত

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না।

ধর্ম আমার আমি নিজে বেছে নেইনি
পদবিতে ছিলো না যে হাত (রঞ্জনা…)
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই
বচ্ছরে দু’একবার(রঞ্জনা…)
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ (রঞ্জনা…)
গাঁজা-সিগারেট আমি কোনটাই ছুঁইনা
পারিনা চড়তে কোন গাছ (রঞ্জনা…)

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না।

বুঝবো কি করে আমি তোমার ঐ মেঝ দাদা
শুধু যে তোমার দাদা নয় (রঞ্জনা…)
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়।।(রঞ্জনা…)
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নিলু বিলু কিম্বা নিতাই (রঞ্জনা…)
মিথ্যে কথা আমি বলতে যে পারিনা
ভ্যাবা ভ্যাবা ভ্যাবাচ্যাকা খাই (রঞ্জনা…)

চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না।

সত্যিকারের প্রেম জানিনাতো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক (রঞ্জনা…)
লাগছে না ভালো আর মেট্রো-চ্যানেলটা
কান্না পাচ্ছে সারা রাত (রঞ্জনা…)
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং (রঞ্জনা…)
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এই ঠ্যাং (রঞ্জনা…)
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনো যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপ্পুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না।

পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না।

রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না
রঞ্জনা আমি আর আসবো না এখানে
রঞ্জনা আমি আর আসবো না…

Ghar | ঘর lyrics

ছুটছে আমার ম্যাটাডোর,
দিল্লী কিংবা বোম্বে রোড
আবার গাইতে হবে গান, কল্যাণী নয় বর্ধমান
কুড়িয়ে বেড়াই সুখ্যাতি, একলাই
আমি ব্যান্ডপার্টি
আমার মন করে কেবল, কেমন কেমন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে
অবিশ্রান্ত ক্লান্ত দিন, সিগারেট আর
ম্যাগাজিন
বাড়ছেনাতো বাজার দর, বাড়ছে শুধুই আড়ম্বর
আর খালি গালাগালি, একি লাগে মুখগুলি
অন্ধকার হয়ে যায় যখন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে
আবার জানি আজ রাতে, নতুন কোন জলসাতে
নিজের গানের সব কথা, লাগবে আবার ছাপোষা
ছন্দে বাঁধা তাধিনতিন, শব্দ কিছু অর্থহীন
আমার মন করে কেবল, কেমন কেমন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে
ছুটছে আমার ম্যাটাডোর,
দিল্লী কিংবা বোম্বে রোড
আবার গাইতে হবে গান, কল্যাণী নয় বর্ধমান
কুড়িয়ে বেড়াই সুখ্যাতি, একলাই
আমি ব্যান্ডপার্টি
আমার মন করে কেবল, কেমন কেমন
ঘর, ফেরা হয়নি আমার ঘর
চেনা হয়নি আমার ঘর
জানা হয়নি মনের মানুষটাকে…

Debolina | দেবলিনা Lyrics

তোমার রজনীগন্ধা ধুপ-ধুনো পঁচিশে বৈশাখ
তোমার ধোপদুরস্ত সংস্কৃতি তোমারই থাক
হবার যা নয় কোনদিন, এখানেই থেমে যাক
দেবলিনা, কফি খাওয়া আর হল না আমার
বাকি কথা আজ এখানেই থাক।

আছে তোমার বাবার ইমারতের কারখানা, শহর গড়ার কল
আমার তাপটিমারা জিন্স, আমার ভাঙ্গা গীটার, আমার সম্বল
অর্থকড়ির প্রশ্ন এ নয়, তোমার আমার বিস্তর ফারাক
দেবলিনা, কফি খাওয়া আর হল না আমার
বাকি কথা আজ এখানেই থাক।

আমার কানের দুলটা, লম্বা চুলটা, ফেলেছে তোমাকে বড়ই লজ্জায়
মানাচ্ছেনা কিছুতেই আর আমাকে তোমার সাবেকী জলসায়
বৃষ্টি নামবে এখুনি, চলি আমি, বেস্ট অফ লাক
দেবলিনা, ভালোবাসা এক চার অক্ষরের বদনামি
তাই সে কথা থাক।

লেখাপড়া করে কেউ গাড়ি চড়ে, কেউ জানে তার আসল পরিচয়
আমার শিক্ষা জানান দিচ্ছে, বিলেত ফেরত আমার হবার নয়
সুদূরের পিয়াসী আমি, মনটা তাই বড়ই জঞ্জল
দেবলিনা, কেঁদে কেঁদে আর লাভ নাই কোন
মুছে ফেল তাই তোমার চোখের জল।

সময় আমার কড়া নেড়ে গেছে মাথার ভেতর, হৃদয়ের দরজায়
আটোসাটো হয়ে থাকব কি করে, চারিপাশে বড়ই অবক্ষয়
উপড়ে গেছে শেকড় আমার, বনেদিয়ানার আমি ছিন্নমূল
দেবলিনা, দেখেছিলে যেটা আমায় নিয়ে
স্বপ্নতো নয়, চোখের ভুল।

Marry Ann| ম্যারী এ্যান by অঞ্জন দত্ত

কালো সাহেবের মেয়ে
ইশকুল পালিয়ে
ধরতে তোমার দুটো হাত
কত মার খেয়েছি
মুখ বুজে সয়েছি
অন্যায় কত অপবাদ
বয়স তখন ছিলো
পনেরো তাই ছিলো
স্বপ্ন দেখার ব্যারাম
মাথার ভেতর ছিলো
এলভিস প্রিসলি
খাতার ভেতর
তোমার নাম
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী(২)
করে সব এলোমেলো
এলভিস চলে গেলো
কেটে গেলো বছর অনেক
তোমারো মামা কাকা
একে একে পাড়ি দিলো
সব্বাই মিলে বিলেত
রয়ে গেলে তোমরা
আকড়ে রিপন স্ট্রিট
দু’টো ঘর সিড়ির তলায়
নোনা দেয়াল থেকে
যীশূ ছলছল চোখে
হাত তুলে আশ্বাস দেয় এখনো
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী(২)
রিকশায় চড়ে তুমি
দুলে দুলে চলে যাও
আমার পাড়া দিয়ে প্রায়ই
পাক ধরে গেছে চুলে
গাল দুটো গেছে ঝুলে
নিয়মিত অবহেলায়
কোন এক অফিসেতে
শর্ট হ্যান্ড নিতে নিতে
নখগুলো গেছে ক্ষয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী(২)
তোমার বাবা ছিলো
ইঞ্জিন ড্রাইভার
আমার বনেদি ব্যবসা
বংশের ইজ্জত রাখতে হলে
বউ হতে হবে ফর্সা
বাঙালীর ছেলে তাই
গলায় গামছা দিয়ে
ফেললাম করে বিয়ে
ছোট্ট বেলার প্রেম
আমার কালো মেম
কোথায় গেলে হারিয়ে
ম্যারী এ্যান
ম্যারী ম্যারী এ্যান
ম্যারী এ্যান ম্যারী(২)