Bariye Dao Tomar Hat | বাড়িয়ে দাও তোমার হাত by Anupam Roy | অনুপম রয়

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত…

কিভাবে কাঁচের দেয়াল
যেন আটকে থেকে যায়
কক্ষনো ফুরায় কথায়
অনেক সন্ধ্যা বেলায়
তোমার ক্লান্ত চুলের হাত
ছোঁয়াও আমার মাথায়

এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো ও…
তোমার পাশেই আমায় পাবে
তোমার রক্তে বানানো।

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত…

মনের ভেতর ঘরে
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন
পাহাড় বরফ ঢেলে
মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন

এখন কৃষ্ণচূড়ার আলোয়
আমাদের রাস্তা সাজানো
তোমার পাশেই আমায় পাবে
তোমার রক্তে বানানো

বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই।
বাড়িয়ে দাও, তোমার হাত, তোমার হাত…

তারার মতো| Tarar moto lyrics

আমি তারার মতো জ্বলব,
তোমার কথা বলব,
দেখি আমায়, কে আটকায়?
আমি তোমার শরীরে,
চামড়ার গভীরে,
বয়ে যাই, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।
আমি মেঘের মত একা,
আর তোমার সাথে দেখা,
যদি কোথাও হয়ে যায়
আমি ছুটে যাব আবার
কিছু থাক বা না থাক পাওয়ার
দেখি আমায়, কে আটকায়?
তোমার ethics থাকে পাহারায়, যতবার,
আমি তোমাকে দু হাতে পাই ততবার।
ভেবে দেখ অন্য সকাল,
নয়ত পর্দার আড়াল,
বুকের ভেতরে – এখনো, এখনো লাল।
ভেবে দেখ অন্য শহর,
কিংবা পরের বছর,
বুকের ভেতরে – এখনো, এখনো ঝড়।