Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Likhte Pari Na | লিখতে পারি না by James | জেমস

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কি যে যন্ত্রনা এই পথচলা…
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কি যে যন্ত্রনা এই পথচলা…
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে (২)
কি যে যন্ত্রনা এই পথচলা…
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া…

আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি
আকাশে চাঁদ ছিল একা
পাহাড়ি ঝর্ণা ঝরা
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে
কি যে বেদনা তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া
কি যে যন্ত্রনা এই পথচলা…
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা।

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া…

কবিতা তুমি স্বপ্নচারিনী | Kobita Tumi Shopnocharini by জেমস | James

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা। (২)
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

কবিতা…
তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা…
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।

Baba|বাবা Lyrics by James

ছেলে আমার বড় হবে

মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক

লেখা ইতিহাস এর পাতায়
নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে কোথায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়লো
বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়
(music)

চশমাটা তেমনি আছে,
আছে লাঠি ও পাঞ্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে
নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধবনি আজও শুনি
ভাঙাবে না ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া
পবিত্র কোরআন এর বাণী

বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা
ওরে বুকে আয়
বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়

(music)

ছেলে আমার বড় হবে
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক
লেখা ইতিহাস এর পাতায়
নিজ হাতে খেতে পারতাম না
বাবা বলত খোকা ও খোকা
যখন আমি থাকব না
কি করবি রে বোকা
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বার্থের অনেক ঊর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙে পড়ল
বাবা কত দিন কত দিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কত রাত কত রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়

Snger: James

Lyrics: Prince Mahmud

TOR PREMETE ONDHO HOLAM | তোর প্রেমেতে অন্ধ হলাম | LYRICS – JAMES | SATTA BENGALI MOVIE SONG

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

আগুন জ্বেলেও পুড়লাম আমি
দিলাম তাতে ঝাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

তোর কারনে ভুললাম আমি
গোত্র জাতি কুল ,
কাঁটার সাথে করলাম সন্ধি ,
পায়ে পিষে ফুল ।

কেমন করে সইবো আমি
প্রেম আগুনের তাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে
বন্ধু ছিলো পুরোটাই পাপ ।

পথ হারানো পথিক হলাম
সব হারিয়ে নিঃস্ব ।
তোর আমার এই প্রেমের
কি দাম দেবে বিশ্ব ।

প্রেমের নামে কিনলাম আমি
নিঠুর অভিশাপ ,
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু
ছিলো পুরোটাই পাপ ।

তোর প্রেমেতে অন্ধ হলাম
কি দোষ দিবি তাতে ,
বন্ধু তোরে খুঁজে বেড়াই ,
সকাল – দুপুর – রাতে ।

Singer : James
Movie : Satta
Lyrics : Shohani Hossain
Music : Bappa Muzumder