অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

বহু দিন পড়ে
দেখা হলো দু’জনায়
অভিমান রেখো না
অভিমান রেখে
কি হবে বলো না
তুমি কিছু বোঝ না ।

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

তুমি কি মোরে
রেখেছ বাসনায়
একবার বল না
এতকাল ধরে
থেকেছ কি ছলনা
নাকি ভালবাস না

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

আমি যারে চাই রে

আমি যারে চাই রে
সে থাকে মোরে অন্তরে ।।
আমি তারে পেয়ে ও হারাই রে

এই আছে এই নাই,
অন্তরে নিয়েছে ঠাই;
বিরাজ করে সে ভূবনে ।।
আমি তারে পেয়ে ও হারাই রে

ভক্তিতে মুক্তি,
জ্ঞানেই শক্তি ;
বাসনা পূর্ন হবে সাধনে ।।
আমি তারে পেয়ে ও হারাই রে

আমি যারে চাই রে
সে থাকে মোরে অন্তরে ।।
আমি তারে পেয়ে ও হারাই রে

সারা রাত জেগে জেগে

সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়াই ঘুরে ঘুরে ।।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।।
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে ।।
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

আলাল ও দুলাল

আলাল ও দুলাল
আলাল ও দুলাল
তাদের বাবা হাজি চান
চানখা পুলে প্যাডেল মেরে পৌছে বাড়ী
আলাল ও দুলাল

আলাল যদি ডাইনে যায়
দুলাল যায় বায়ে
তাদের বাবা সারাদিন খুঁজে খুঁজে মরে ।।
আলাল কই
দুলাল কই
নাইরে নাইরে নাইরে নাই
আলাল ও দুলাল, আলাল ও দুলাল
তাদের বাবা হাজি চান
চানখা পুলে প্যাডেল মেরে পৌছে বাড়ী
আলাল ও দুলাল

আলাল যদি ডালে থাকে
দুলাল থাকে চালে
পাড়াটারে জ্বালায় তারা সারাটা দিন ধরে
আলাল কই
দুলাল কই
নাইরে নাইরে নাইরে নাই
আলাল ও দুলাল, আলাল ও দুলাল
তাদের বাবা হাজি চান
চানখা পুলে প্যাডেল মেরে পৌছে বাড়ী
আলাল ও দুলাল, আলাল ও দুলাল; আলাল ও দুলাল……

ও চাঁদ সুন্দর

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

সাদা মেঘ যায় উড়ে নীল গগনে
তারই মাঝে চাঁদ ভাসে আপন মনে ।।
মায়া ভরা রূপের বাহার
তারচে মায়াবি প্রিয়া আমার,
প্রিয়া আমার ……

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

যখন থাকে আমাবশ্যা ভীষণ অন্ধকার
তখন বুঝি চাঁদের আলো সবটুকুই ধার
আমার প্রিয়ার গুনের আলো নিজস্বই তার
আধার রাতে সময় হয় মালা গাথিবার

স্মৃতি ঘেরা ফুলের বাহার
নতুন চাঁদের আগমনে দেয় উপহার
ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।

পূর্নিমায় চাঁদের আলো ত্রি-ভূবনে
দু’জনায় প্রেমে মাতি ফুল বাগানে ।।
স্বপ্ন ঘেরা প্রেমের বাহার
তন্দ্রা এলে নেচে করে রংগ বাহার

ও চাঁদ সুন্দর রূপ তোমার
তার চে রূপে রাংগা প্রিয়া আমার
প্রিয়া আমার ।।