Ovhiman-অভিমান lyrics

স্বগত লগ্নে জমাট স্তব্ধতা
ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?

মানুষ পাখির গান

এবার মুখোমুখি হলে কি কথা হবে?
কী মিথ্যের স্বপ্ন সাজাবে?
এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি
যেন দুটি পাখি
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি
বৃষ্টির রাতে পাখিরা কোথায় থাকে
জান নাকি তুমি? কোথায় লুকায় তারা
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
কেন?….কেন?……
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
উড়ে যাও না কেন?
এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?
কেন?……কেন?……

একা

আকাশ তুমি বুঝেছ কি?
হারিয়েছ তুমি সকল বাতাস।
সূর্য জেনেছো কি?
অন্ধকারে তুমি একা…
ছেলে, পেছনে ফিরে দ্যাখো
ছায়া নেই মেঝেতে তোমার।
তুমি একা।
সময় জানতে চাওনি কখনও,
তুমি কতটা শীতল।
বিকেল, জেনে নাও তুমি,
তোমার ভেতরে বৃষ্টি ঝরে।
মেয়ে, পেছনে ফিরে দ্যাখো,
তুমিও একা কি না?
তুমি একা।

আজও

আমাদের আকাশে পাখিরা ওড়ে
দিকচিহ্নহীন ভাবে
আজও……
আলো পেয়েও যেন অন্ধকারই চায়
কীসের কি অন্ধ হতাশায় সবাই
আজও……
এভাবে বেঁচে আছি সবাই কেমন করে?
কিছুই না বুঝে
আজও…
এখনও
কেন
সবাই এরকম?
আসো, দ্যাখো, শোনো, বোঝো……