Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Aj Mon Cheyeche Ami Hariye Jabo | আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব by Lota Mongeshkar | লতা মঙ্গেশকর

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে (২)
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা (২)
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে।

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে। (২)

তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে (২)
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে।

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে।

মূল শিল্পীঃ লতা মঙ্গেশকর
কথাঃ পুলক ব্যানার্জী
সুরঃ সুধীন দাশগুপ্ত
ছায়াছবিঃ শঙ্খবেলা

Ei Shundor Shwarnali Shondhay | এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। (২)

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে
জানি কোন সুরে
মোরে ভরালে গো বন্ধু। (২)

বাতাসের কথা সে তো কথা নয়
রূপ কথা ঝরে তার বাঁশিতে
আমাদেরও মুখে কোন কথা নেই
যেন দুটি আঁখি ভরে
রাখে হাসিতে। (২)

কিছু পরে দূরে তারা জ্বলবে
হয়তো তখন তুমি বলবে।
কোন মালা গেঁথে গলে
পরালে গো বন্ধু। (২)

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে জড়ালে গো বন্ধু
কোন রক্তিম পলাশের স্বপ্ন
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। (২)

মূল শিল্পী- গীতা দত্ত
কথা- গৌরিপ্রসন্ন মজুমদার
সুর ও সঙ্গীত- অমল মুখার্জী
ছায়াছবি- হসপিটাল

Du Mutho Bikel | দু মুঠো বিকেল by Anupam Roy | অনুপম রায়

ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।

তোমায় ছোঁবে বলে আদর করবে বলে
উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান
ডেকে যায় তোমার আঁচল ধরে।

তুমি ছুলে জল, আমি বৃত্ত হয়ে থাকছি
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি।

তোমার নিশানাতে আমার এ হাওয়াতে
উড়ে উড়ে আসে গুঁড়ো গুঁড়ো কিছু নীল
ঢেকে যায় তোমার আকাশজুড়ে।

ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি
দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি
আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি
এ ছেলেমানুষী তুলি দিয়ে আঁকছি।

কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
মুভিঃ দেবী

Choto Choto Asha | ছোট ছোট আশা by Habib ft. Kumar Biswajit | হাবিব ফিচারিং কুমার বিশ্বজিৎ

ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প (২)

রঙের ডানা মেলে আজ উড়ছে প্রজাপতি মন
এই মন তোমারই আশায় স্বপ্নে বিভোর সারাক্ষণ। (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প…

( ♪Girl you are so fine
And I say goodbye to night and day
You are my only, when I’m so lonely
You are my everything…♪ )

অজানা ছিল দুটি পথ আজকে একি ঠিকানায়
উষ্ণ সুখের বরষায় মগ্ন রব দুজনায়। (২)
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প…

ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা
হৃদয় গভীরে অচেনা ভালোবাসা
আছো তুমি এত কাছে তবু লাগে যেন অল্প
তোমার আমার এইতো প্রেমের ছোট গল্প।

কন্ঠঃ কুমার বিশ্বজিৎ/হাবিব ওয়াহিদ
কথাঃ শফিক তুহিন
সুরঃ হাবিব ওয়াহিদ
মুভিঃ প্রজাপতি