Our Blog site move to new Website

We are happy to inform to u all that our blog pages move to new webpage http://banglaganlyrics.com

From now on you will enjoy your bangla song lyrics even more faster way to reach from previous blog and whole new outstanding look.

Hope you visit our new website and share it to social media to support us.

Enjoy

Neshar Bojha | নেশার বোঝা lyrics / লিরিক্স by Popeye | পপেই

স্বপ্ন দেখা খোলা চোখে
হয়না সাহস আর মনে
করি না কিছু পাওয়ার আশা
ব্যর্থ আমার প্রার্থনারা

আজ আমি সব হারানো
আমি শূন্যতায় ভেসে, হাহাকার দেখি
লাগে ভয়, যেন আমার
দেখা হল না আলো, সুধাই অন্ধকার …

কেউ বুঝেনি আমায়, চেনেনি তো কেউ
দেখেও কতবার তবু দেখেনি কেউ
মোর সত্য কল্পনা যতো
বাস্তবতা মিথ্যে ততো…

তাই আমি বৃষ্টি এলেই
পাহাড়ের চূড়ায় বসে বরষায় ভিজি
ভাঙ্গলে মেঘ, পারি যেতেও আকাশ
শুকাতে রোদের তীরে নিজেকে আমি…

ফেরা হলো না ঘরে
নাহি ফিরলো ঘর দিকে আমার
এসে পথেরই মাঝে
পেছনে তাকিয়ে ফিরে আবার…

হেটে যাই, আমি খুজতে কিছু
আমি আজো জানিনা কিসেরই পিছু
সাথী রয় কষ্ট আমার
সে নেয় না তো বিদায়, দেয় নাতো বিদায়…

আমি মিথ্যে বলেছি কতো মিথ্যে বলেছি নিজেকে
এক রূপকথার মত বদলে যাবে এই জীবন শেষে …

আজ আমি ছন্নছাড়া
আমি এক দিশেহারা লুকিয়ে মরি
জানবে না, এই নেশার মায়া
কত যে বড় বোঝা, কত যে বোঝা …

নেশার মায়া, কত যে বোঝা
নেশার মায়া, কত যে বোঝা ….

Shagotom Shuprovat | স্বাগতম সুপ্রভাত by Mizan | মিজান (lyrics | লিরিক্স)

আর কত রাত
নোনাজলে বালিশ ভেজানো
আর কত রাত
হৃদয়ের পায়চারি

আর কত রাত
জেগে জেগে হিসেব মেলানো
আর কত রাত
স্মৃতির এই লুকোচুরি

আর কত রাত
অতীতের পথে
অবিরাম হেটে
এ হৃদয় ফেরারী

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত।

আর কত রাত
জানালায় উদাসী বসে
আর কত রাত
মন ভাঙা গানে বিভোর

আর কত রাত
বিধাতাকে নালিস কষে
আর কত রাত
এভাবে হবে যে ভোর

আমি বৃষ্টি চাই
বসন্ত চাই
ভালবাসতে চাই
আরো একটি বার

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত।

আর কত রাত
বোকা মনে আশা পুষে
আর কত রাত
তোমারি পথ চেয়ে

আর কত রাত
নিজেকে তোমার দোষে
দায় করবো আর
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে

আমি মুক্তি চাই
আমি বাঁচতে চাই
ভালোবাসতে চাই
আরো একটি বার

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত…।

আমি বৃষ্টি চাই
বসন্ত চাই
আমি মুক্তি চাই
আমি বাঁচতে চাই
ভালবাসতে চাই
আরো একটি বার

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম সুপ্রভাত

চলে যাক অন্ধকার
নিয়ে সব দুঃখ রাত
স্বাগতম সুপ্রভাত
স্বাগতম…
স্বাগতম সুপ্রভাত।

শিল্পীঃ মিজান
কথাঃ সেতু চৌধুরী
সুরঃ সেতু চৌধুরী
অ্যালবামঃ স্বাগতম সুপ্রভাত

Shurjo Snane Chol| সূর্যস্নানে চল by Bappa Majumdar | বাপ্পা মজুমদার

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি তোরে মনে পরে
তোরে মনে পরে…
তোরে মনে পরে…

রোদ-বৃষ্টি-ঝড়ে মনের গহিন ঘরে
চিত্রপটে তোরই ছবি তোরে মনে পরে
তোরে মনে পরে…
তোরে মনে পরে…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

(♪ সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল ♪)

মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা,
শেকল পরা পায়,
কদিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়

মনের ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা,
শেকল পরা পায়,
কদিন বাঁচা যায়, বেঁচে থাকা যে দায়
বেঁচে থাকা যে দায়…
বেঁচে থাকা যে দায়…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

কৃষ্ণচূড়ার লাল, পদ্মপাতার জল
অঙ্গেমেখে আজকে সখি
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

দ্বিধা-দ্বন্দ ভোল, মনের আগল খোল
রক্ত-আবির অঙ্গেমেখে
সূর্যস্নানে চল…
সূর্যস্নানে চল…

(♪ সূর্যস্নানে চল
সূর্যস্নানে চল ♪)

Ruper Oi Prodip Jele | রূপের ঐ প্রদীপ জ্বেলে by Srikanto Acharya | শ্রীকান্ত আচার্য্য

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।
রূপের ঐ প্রদীপ জ্বেলে…
কী হবে তোমার?

ও নূপুর না বাজালে কারো বাঁশিতে
ও হাসি না মেশালে কারো হাসিতে (২)
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
তোমার ঐ সোনার ফাগুন কী দাম পাবে
যদি কেউ না থাকে দেবার…

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার।
রূপের ঐ প্রদীপ জ্বেলে…
কী হবে তোমার?

এ জীবন না জড়ালে কারো জীবনে
এ স্বপন না ছড়ালে কারো স্বপনে (২)
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
রঙিন ঐ দিনগুলি কী এমন রবে
সাড়া কেউ দিবে না যে আর…

রূপের ঐ প্রদীপ জ্বেলে কী হবে তোমার
কাছে কেউ না এলে আর
মনের ঐ এত মধু কেন জমেছে
যদি কেউ না থাকে নেবার
রূপের ঐ প্রদীপ জ্বেলে…
কী হবে তোমার?